ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অফিসে অনৈতিক কাজে লিপ্ত ভূমি সহকারী বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
অফিসে অনৈতিক কাজে লিপ্ত ভূমি সহকারী বরখাস্ত

সাতক্ষীরা: অফিস চলাকালীন এক নারীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এতে বলা হয়, নন্দলাল সরকার বসন্তপুর ভূমি অফিসে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অফিস চলাকালীন অফিস কক্ষে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় একটি ভিডিও চিত্র সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা সরকারি চাকরি আইন ও বিধির পরিপন্থী। যেহেতু সরকারি কর্মচারী হয়ে এহেন কার্যক্রম অসদাচরণ ও অর্পিত দায়িত্বে চরম অবহেলার সমান, সেহেতু নন্দলাল সরকারকে সাময়িক বরখাস্ত করা হলো।

এর আগে নন্দলাল সরকার উপজেলার কুশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে অফিসের এক পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক জড়িয়ে পড়েন। একইভাবে তিনি বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিসেও এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।