ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মসজিদে যাওয়ার পথে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
মসজিদে যাওয়ার পথে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুর: মাগরিবের নামাজ পড়তে বাড়ির সামনে থাকা মসজিদে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আয়াত উল্যাহ (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লেংড়াবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় লোকজন গাড়ির হেলপারকে আটক করেন এবং ঘাতক বাসটিকে জব্দ করেন। তবে সেখান থেকে চালক পালিয়ে যান।

নিহত আয়াত উল্যাহ রায়পুর পৌরসভার কেরোয়া এলাকার গোলাম সর্দার বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

নিহতের ছেলে স্বপন জানান, বুধবার বিকেলে বাবা তার বোনের বাড়ি থেকে সিএনজিতে করে বাড়ির সামনে লেংড়াবাজারে আসেন। এ সময় মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হওয়ায় সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাবাকে মৃত বলে জানান।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, বৃদ্ধ আয়াডউল্লার মৃত্যুর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।