সিলেট: ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়।
তিনি আরও বলেন, ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে উত্তরপূর্ব দিকে প্রায় ২০৩ কিলোমিটার দূরে।
তবে ভূমিকম্পের ঘটনায় সিলেটে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাসিন্দাদের অনেকে ভূমিকম্পের বিষয়টি টের পাননি বলেও জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়, ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এনইউ/এমএইচএস