ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাঘ গুনতে সুন্দরবনে বসানো ৮ ক্যামেরা চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
বাঘ গুনতে সুন্দরবনে বসানো ৮ ক্যামেরা চুরি

সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবনে বাঘ গণনার কাজে স্থাপিত ৩৭৬টি ক্যামেরার মধ্যে ৮টি চুরি হয়ে গেছে।  

সুন্দরবনের নোটাবেঁকী অভয়ারণ্য অঞ্চল থেকে এসব ক্যামেরা চুরি হয়ে যায়।

 

এ তথ্য জানিয়েছেন সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসাইন চৌধুরী।  

তিনি বলেন, পশ্চিম সুন্দরবনে স্থাপিত এসব ক্যামেরা চুরি হয়ে গেছে।  বিষয়টি সম্প্রতি আমাদের নজরে এসেছে। তবে কে বা কারা এঘটনার সঙ্গে জড়িত তা এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে বনবিভাগ।  

জানা গেছে, সুন্দরবনে বাঘ শুমারি (গণনা) ২০২৩ চলছে। ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি ব্যবহারে বাঘ গণনার কাজ চলছে। এজন্য ক্যামেরা ট্র্যাপিং গ্রুপ সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে গাছে গাছে ক্যামেরা স্থাপনের কাজ করছে। এর ভেতরে সাতক্ষীরা রেঞ্জে ৩৭৬টি ক্যামেরা স্থাপন করা হলেও নোটাবেঁকী অভয়ারণ্য অঞ্চলে স্থাপিত ৮টি ক্যামেরা চুরি হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।