ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বাস উল্টে ৪ যাত্রী নিহত  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
হবিগঞ্জে বাস উল্টে ৪ যাত্রী নিহত  

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার বাগানবাড়ী এলাকায় মহাসড়কের ওপর যাত্রীবাহী একটি বাস উল্টে চার যাত্রীর মৃত্যু হয়েছে।

এতে আহত হয়েছে আরও কয়েকজন যাত্রী।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়রি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বাংলানিউজকে বলেন, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের একটি বাস যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। পথে বাহুবলের বাগানবাড়ী এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপরই উল্টে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। আহত হয় আরও কয়েকজন যাত্রী। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লোগাঁও গ্রামের মৃত ইরফান উল্লার ছেলে ইমরান মিয়া (২২), চুনারুঘাট উপজেলার ষাড়েরকোনা গ্রামের আব্দুল সালামের ছেলে জামাল মিয়া (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে তারেক আজম (২৫)।  

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে বলেন, নিহত আরেকজনের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩/আপডেট: ০০২৯ ঘণ্টা
এসআই/এসআরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।