ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
হিলি সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিত সাহাবুল হোসেন (২৩) নামে এক বাংলাদশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিলির ধরন্দা এলাকায় ২৮৫ মেইন পিলারের ২৫ সাব পিলারের কাছে ভারত সীমানার ৩০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. রফিকুল ইসলাম।

তবে স্থানীয়রা জানিয়েছেন সাহাবুল হোসেন হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ধরন্দা ফকিরপাড়ার আবুল হোসেনের ছেলে।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় ওই যুবক ভারতের ৩০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাকে উদ্দেশ্য করে ২ রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ বিএসএফ নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।