ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

ফেনী: ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম সজিব (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ময়নাতদন্ত শেষে সজিবের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলায় সোনাগাজীর মুহুরী সেচ প্রকল্প এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।  নিহত আশরাফুল একই উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের মুসলিম বাড়ির একরামুল হকের ছেলে।

জানা গেছে, শনিবার বিকেলে  আশরাফুলসহ তিন বন্ধু মুহুরী সেচ প্রকল্প এলাকায় বেড়াতে যায়। সেখানে একটি মৎস্য খামারের পাশে গাছ থেকে বরই পেড়ে খাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ আশরাফুলের মরদেহ উদ্ধার করে। রোববার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহটি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে আশরাফুলের মরদেহ দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।