রাজশাহী: ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে রাজশাহী রেশম কারখানার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী রেশম কারখানার সামনে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচি চলাকালে শ্রমিকরা জানান, রাজশাহী রেশম কারখানায় অর্ধশত শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। তারা দৈনিক ৩০০ টাকা বেতন পেলেও গত ছয় মাস ধরে তাদের সেই বেতনও বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে চরমক বিপাকে পড়েছেন।
অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন বলেও জানান রেশম কারখানার কর্মচারীরা। বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা কারাখানার পুরো কাজ বন্ধ করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসএস/এমজেএফ