ঢাকা, শনিবার, ৮ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

পাবনায় ১০৫ কেজি গাঁজাসহ আটক দুই

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
পাবনায় ১০৫ কেজি গাঁজাসহ আটক দুই

পাবনা: পাবনার বেড়ায় অভিযান চালিয়ে ১০৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।  

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার সময় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, কুমিল্লার কোতয়ালী উপজেলার শ্যামপুর গ্রামের রবিউল ইসলাম (৩৫) ও একই জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের শাহাদত হোসেন (২৪)।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পারি একটি ট্রাকে মাছের খাদ্য পরিবহণের আড়ালে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। এ সংবাদের পর জেলার বেড়া পৌর সদরের সিঅ্যান্ডবি মোড়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালায় র‌্যাবের একটি দল।  

এ সময় ঘটনাস্থল দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ১০৫ কেজি গাঁজা, ১০০ বস্তা মাছের খাদ্য ও একটি ট্রাক জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের করে আটক দু’জনকে বেড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।