ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজমিস্ত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজমিস্ত্রী নিহত

সাভার (ঢাকা): সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোহেল মিয়া নামের (২৮) এক রাজমিস্ত্রী নিহত হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড পূর্ব পাশে রাঙ্গাবন নার্সারির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ভোর রাতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া রংপুর জেলার বাসিন্দা। তিনি সাভারের মজিদপুর এলাকায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন বলে জানা গেছে।

নিহতের পরিবার জানায়, সোহেল রংপুর থেকে বাস যোগে ভোর রাতে সাভার বাজার বাসষ্ট্যান্ড রাঙ্গাবন নার্সারি সামনে নামেন। এ সময় আগে থেকেই সেখানে থাকা একদল ছিনতাইকারী ওই যুবককে ধরে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। পরে ছিনতাইকারীরা তাকে এলোপাতারি ভাবে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আহমেদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত যুবকের বুকের বাম পাশের আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ছিনতাইকারীদের চিহ্নত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫১০  ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসএফ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।