ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্টেডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
কুষ্টিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাশিদুল ইসলাম (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ কুষ্টিয়ার সদস্যরা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ভাটার মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাশিদুল ইসলাম কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ এলাকার ইউনুস মন্ডলের ছেলে।

শুক্রবার দুপুরে র‌্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

র‌্যাব-১২ জানায়, ২০১৬ সালের ১০ ডিসেম্বর কুষ্টিয়া সদর থানায় দায়ের করা মাদক মামলার (জিআর নম্বর-৩১৯/২০১৬) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাশিদুল ইসলাম দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল। সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে অভিযান চালালে উক্ত স্থান থেকে রাশিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ