ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
বান্দরবানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

বান্দরবান: বান্দরবানে ইয়াবা ট্যাবলেটসহ এস এম হোছাইন টিটু (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পার্সপোট অফিস কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পার্সপোট অফিস কার্যালয়ের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিটুকে সন্দেহ করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৩০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করে বান্দরবান সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বান্দরবান আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান বাংলানিউজকে বলেন, আগামীতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।