ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরের সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
মিরপুরের সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরে প্রাইভেটকার চাপায় সাকিবুল হাসান নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন।

ভোলা চরফ্যাশন উপজেলার নীলকমল গ্রামের গাড়িচালক মো. জামাল হোসেনের ছেলে সাকিবুল। পরিবারটি মিরপুর ১ নম্বর সেকশন, জনতা হাউজিংয়ের ৩ নম্বর রোডে একটি বাড়িতে ভাড়া থাকেন। ৪ ভাইয়ের মাঝে সে ছিলো সবার ছোট।

শিশুটির বড় ভাই মো. ইমরান হোসেন জানান, বিকেলে আরেক ভাই ফাহিমের (১২) হাত ধরে বাসার গলির মুখে খেলছিল সে। হঠাৎ ফাহিমের হাত থেকে ছুটে রাস্তায় দৌড় দেয় সে। তখন একটি প্রাইভেটকারের নিচে চাপা পড়ে সে। উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় ডেল্টা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, জনতা হাউজিংয়ে ৩ নম্বর রোডের মাথায় প্রধান সড়কে একটি প্রাইভেটকার চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।