ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটচাঁদপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
কোটচাঁদপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নারী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিমা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন তিন আরোহী।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মহিমা একই উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারী গ্রামের আলী কদরের স্ত্রী।  

আহতরা হলেন- মিকাইল হোসেন, আলমগীর হোসেন ও নিহত মহিমার স্বামী আলী কদর।

স্থানীয়রা জানান, বিকেলে কোটচাঁদপুর-মহেশপুর সড়কের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজিয়া সুলতানা ডানা জানান, দুর্ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মাহিমা ও আলী কদরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পথে মহিমার মৃত্যু হয়।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বাংলানিউজকে বলেন, কোটচাঁদপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।