নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় চাচা ও চাচতো ভাইয়ের ছুরিকাঘাতে দুই ভাই নিহত হয়েছেন।
এ ঘটনায় নিহতের আরেক ভাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর এ ঘটনা ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে দুপুর আড়াইটার দিকে সানী ও রনির মৃত্যু হয়।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো.বাচ্চু মিয়া।
নিহতদের স্বজন নাঈম বাংলানিউজকে জানান, সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার পাঁচপাড়ার দুই নম্বর ওয়ার্ডের মৃত সানাউল্লাহর ছেলে সানী ও রনি। আজ দুপুরে তাদের বাসার সামনে ময়লার ড্রেনের সংস্কারের কাজ করাকে কেন্দ্র করে তাদের চাচা মহিউদ্দিন ও তার ছেলে মোস্তফাসহ আরও কয়েকজন মিলে সানী, রনি ও রফিকুলকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আড়াইটার দিকে সানী ও রনির মৃত্যু হয়।
এদিকে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এজেডএস/এএটি