ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মগবাজারে ২৫ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারিকে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
মগবাজারে ২৫ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারিকে আটক

ঢাকা: রাজধানীর রমনা এলাকা থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের গোয়েন্দা সদস্যরা (ডিবি)। তারা নাম মো. আনিছ উদ্দিন।

অভিযানে তার কাছ থেকে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ডিবির গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর রমনার মগবাজার মোড়ে ভর্তা ভাত রেস্তোরাঁর সামনে একটি ট্রাকে তল্লাশি করে ২৫ হাজার পিস ইয়াবা জব্দসহ চালক আনিছকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিছ জানিয়েছে, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতেন।

এই ডিবি কর্মকর্তা আরও জানান, আটক মাদক কারবারির নামে রমনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।