ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে সড়কের পাশে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
মতলবে সড়কের পাশে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে নাগদা এলাকা থেকে ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা পল্লী বিদ্যুৎ সাব-সেন্টার সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য খোকন দেওয়ান জানান, তার পরনে লুঙ্গি ও গেঞ্জি রয়েছে। শরীরে কাঠের গুড়ো। শরীরের নিচের অংশ খড় দিয়ে ডেকে রাখা।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, স্থানীয়রা মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সালেহ আহমেদ বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে, তার পরিচয় সনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।