ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালী পাবলিক লাইব্রেরি ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
নোয়াখালী পাবলিক লাইব্রেরি ভবন নির্মাণ কাজের উদ্বোধন

নোয়াখালী: নোয়াখালী জেলার ১২৭ বছরের পুরনো ঐতিহ্যের ধারক নোয়খালী পাবলিক লাইব্রেরির ৫ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে।  মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

 

এ সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, নোয়াখালী পাবলিক লাইব্রেরী স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে এটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। ৫ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেছি। মুক্তচর্চা করতে পাবলিক লাইব্রেরি ভূমিকা রাখবে। অচিরেই নোয়াখালী পাবলিক লাইব্রেরি তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সা'দ মোহাম্মদ আন্দালিবসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।