ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে কনস্টেবল পদে নিয়োগ পেলেন ১৩১ জন  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
সিলেটে কনস্টেবল পদে নিয়োগ পেলেন ১৩১ জন  

সিলেট: ‘যোগ্যতা যার চাকুরী তার’ এই স্লোগানে সিলেটে কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ১৩১ জন নারী ও পুরুষ।  

নিয়োগকৃতদের মধ্যে রয়েছেন ১১১ জন পুরুষ ও ২০ জন নারী।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট জেলা পুলিশের পরিদর্শক (সহকারী মিডিয়া কর্মকর্তা) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পুরুষ-নারী পদে অনলাইনে আবেদনকৃতদের ৩ হাজার ৯৫৭ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করে শারীরিক পরীক্ষার জন্য (ফিজিক্যাল অ্যান্ডোরেন্স টেস্ট) জন্য মাঠে আহ্বান করা হয়।

১১-১৩ ফেব্রুয়ারি টানা ৩ দিনব্যাপী সিলেট জেলা পুলিশ লাইন্সে শারীরিকভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হয়।

আবেদনকারীদের মধ্যে ২৫১২ জন চাকরিপ্রত্যাশী মাঠে উপস্থিত থেকে নিজেদের শারীরিক সক্ষমতার পরিচয় দেন। তন্মধ্যে তিনদিনের শারীরিক সক্ষমতা যাচাইক্রমে ৮০১ জনকে শারীরিকভাবে যোগ্য বলে বিবেচিত করা হয়।

শারীরিকভাবে যোগ্যপ্রার্থীদের লিখিত পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ৮০১ জন প্রার্থীর মধ্য থেকে ২৭ ফেব্রুয়ারি রাতে ফলাফলে ২৬৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়।

একইদিন উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ কমিটি কর্তৃক সাক্ষাতকার নিয়ে শূন্য পদের বিপরীতে ১৩১ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রার্থীদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ২০ জন নারী প্রার্থী রয়েছেন।

নিয়োগ কমিটির প্রধান সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতারভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগ প্রাপ্তরা আগামীতে দেশ সেবায় ও কর্মক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।   

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।