ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেনের অনলাইন টিকিট কাটতে ৪ লাখ যাত্রীর রেজিস্ট্রেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
ট্রেনের অনলাইন টিকিট কাটতে ৪ লাখ যাত্রীর রেজিস্ট্রেশন

ঢাকা: রেল টিকিটের কালোবাজারি ও বিনা টিকিটে ভ্রমণ বন্ধে অনলাইন টিকিট কাটতে এনআইডির মাধ্যমে ১৬ ফেব্রুয়ারি থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।  গত ১৪ দিনে সর্বমোট ৪ লাখ মানুষ অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।

 

বুধবার (১ মার্চ) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।  

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, রেলের অনলাইন টিকিট সিস্টেমে ৪ লাখ মানুষ অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।  

টিকিট ছাড়া ভ্রমণ করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ৫০ ভাগ অনলাইনে এবং ৫০ ভাগ কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে। কিন্তু কোনোক্রমে রেজিস্ট্রেশন ছাড়া টিকেট পাওয়া যাবে না।  

'আগে টিকিট হলেই একজন যাত্রী ভ্রমণ করতে পারতো, এখন আপনার টিকিটে আপনাকেই ভ্রমণ করতে হবে। টিকিট থাকলেই ভ্রমণ করা যাবে না। আর বিনা টিকিটে কেউ ভ্রমণ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে'।  

'এর আগে সুযোগ ছিল পাঁচটা বা দশটার টিকিট কেটে কালোবাজারি করে বিক্রি করা যেত।  এখন সেটা পারবে না'- বলেন মন্ত্রী।  

টিটিইরা অনিয়মে জড়িত থাকলে কী ব্যবস্থা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি টিটিইদের বিরুদ্ধে কোনো জালিয়াতি বা অনিয়মের অভিযোগ আসে তবে কর্মচারী বিধিমালা আইনে শাস্তি পাবে।

রেলওয়ে কবে পুরো টিকিটিং ব্যবস্থা অনলাইনে আনবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ধীরে ধীরে অনলাইন টিকিটিং ব্যবস্থায় আসবে রেলওয়ে। এখনও যেহেতু অনেক যাত্রী নিম্ন আয়ের কিংবা শিক্ষিত নয় তাদের জন্যে কাউন্টারে ব্যবস্থা রেখেছি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ০১ মার্চ, ২০২৩
এনবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।