ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ আরোহীর!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ আরোহীর! প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১ মার্চ) রাত ৮টার দিকে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের সাতমোড়া এলাকায় তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

নিহতরা হলেন-কুমিল্লার চান্দিনা উপজেলার মৈশাল গ্রামের মো. রিয়াজুল (২২) ও চাঁদপুরের কচুয়ার মোশাররফ হোসেন (২৩)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, লাশ দুটি মোটরসাইকেলের ওপর পড়ে ছিল। আমাদের ধারণা, বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তারা নিহত হন। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।