ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
পাথরঘাটায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১২ প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে বরগুনার পাথরঘাটায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ আহত হওয়ার খবর পাওয়া গেছে।  
বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পদ্মা এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জের ধরে মতুয়া সম্প্রদায়ের স্বপন গাইনের দল ও অশিত ঘরামী দলের মধ্যে এ সংঘর্ষ হয়।  

পাথরঘাটা উপজেলা মতুয়া সম্প্রদায়ের সভাপতি শেখর চন্দ্র ওঝা এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে স্বপন গাইন দলের আহতরা হলেন- ধর্মীয় গুরু জীবন ঘোসাই, স্বপন গাইন, সুবর্না রাণী, বিটুল গাইন, শিখা রাণী, তপণ গাইন, গৌতম মিস্ত্রি, পোনাই মিস্ত্রি ও অশিত ঘরামী দলের অশিত ঘরামী, শিপন ঘরামী, মিলন ও রিপন। এদের মধ্যে পোনাই নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

জানা গেছে, মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব নিয়ে পাথরঘাটা সদর ইউনিয়নে অনেক আগ থেকেই বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে উপজেলা মতুয়া সম্প্রদায়ের সভাপতি শেখর চন্দ্র, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলে বেশ কয়েকবার সমাধানের জন্য বৈঠক হলেও কেউ নেতৃত্ব না ছাড়ায় সমাধান দিতে পারিনি।  

গতকাল বুধবার (১ মার্চ) রাতে পদ্মা হরিগুরু চাঁদ স্বর্বজনীয় মন্দিরে মতুয়া সম্প্রদায়ের কীর্তন হয়। সেখানে রাতে উভয় দল অংশ নিলে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ ব্যাপারে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) আবু সালেহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।