ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় অনলাইন বেটিংয়ে অর্থ লেনদেন, চক্রের ৫ সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
খুলনায় অনলাইন বেটিংয়ে অর্থ লেনদেন, চক্রের ৫ সদস্য গ্রেফতার গ্রেফতাররা

খুলনা: খুলনায় অনলাইন বেটিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন চক্রের হোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। গ্রেফতাররা হলেন- মো. রাজিব, মো. এনামুল গাজী, মো. মেহেদী হাসান, মো. ইদ্রিস মোল্লা ও মো. মামুন হোসেন।

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে র‌্যাব-৬ এর মুখপাত্র এএসপি তারেক আমান বান্না জানান, রূপসা উপজেলার একটি চক্র দীর্ঘদিন ধরে 1XBET, Velki live সহ বিভিন্ন বোটিং ওয়েব সাইটের মাধ্যমে অর্থ লেনদেন করে আসছে। এ চক্রটি অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রি এবং বিকাশ/নগদ/রকেট/ইউপে অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে অর্থ লেনদেন করে থাকে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল বুধবার (১ মার্চ) রাতে খুলনা জেলার রূপসা থানাধীন পূর্ব রূপসা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন বেটিংয়ের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন চক্রের হোতাসহ ৫ জনকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে অনলাইন বেটিংয়ের কাজে ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধার মোবাইল ফোন থেকে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে বিকাশ/নগদ/উপায়/রকেট ছাড়াও অনুমোদনহীন বিদেশি অ্যাপস মোবিক্যাশের সাহায্যে 1XBET সহ অন্যান্য অবৈধ বেটিং এ আয় ও ব্যয়কৃত ডলার এবং দেশীয় অর্থ অবৈধ উপায়ে লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, মার্চ ৩ , ২০২৩
এমআরএম/জেএই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।