নওগাঁ: জেলার ধামইরহাটে পৃথক অভিযানে চোলাই মদসহ চার নারী-পুরুষকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
শুক্রবার (৩ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি দল কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে বৃহস্পতিবার (২ মার্চ) রাতে ধামইরহাট উপজেলায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুই হাজার ১৩০ লিটার চোলাই মদসহ চার নারী-পুরুষকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিল। এমন তথ্যের ভিত্তিতেই তাদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ অবৈধভাবে উৎপাদন করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল।
আটকের পর তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুসারে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
এসআইএ