ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ২১ লাখ টাকার হেরোইনসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
রাজধানীতে ২১ লাখ টাকার হেরোইনসহ আটক ১

ঢাকা: রাজধানীর শ্যামপুর এলাকা থেকে আনুমানিক ২১ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটক মাদক কারবারি হলেন মো. আবু বকর সিদ্দিক (৩৩)।

অভিযানে তার কাছ থেকে ২১২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আসামি আবু বকর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পিয়ারাপুর গ্রামের মৃত মুনিমুল হকের ছেলে।  

শুক্রবার (৩ মার্চ) দুপুরে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর শ্যামপুর মডেল থানাধীন পশ্চিম জুরাইন এলাকায় একটি অভিযান পরিচালনা করে হেরোইনসহ তাকে আটক করা হয়।  

র‍্যাবের এ কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে শ্যামপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।