কুমিল্লা: কেউ প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবার কেউ পুলিশ সুপার-এভাবে নিজেদের পরিচয় গোপন করে ভুয়া পরিচয় দিয়ে চাকরি প্রত্যাশীদের চাকরি দেবেন বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। সবশেষ ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কুমিল্লা জেলার বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার পর ধরা পড়ে চক্রটি।
বৃহস্পতিবার (২ মার্চ) পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান।
গ্রেফতাররা হলেন- ডিএমপি কদমতলী থানায় প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও মাদারীপুর জেলার শাখার পাড় মোল্লা বাড়ির মৃত শাহাদাত হোসেন ওরফে শুকুর আলীর ছেলে মেরাজুল ইসলাম ওরফে লায়ন মেরাজ (৪৬)। ডিএমপির বংশাল থানার চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি ও মাদারীপুর জেলার রাজৈর থানার সুলতান খন্দকারের ছেলে মো. জামান খন্দকার ওরফে আলীমুজ্জামান (৪৩) ও তাদের সহযোগী মাদারীপুরের সারোয়ার ফকিনার ছেলে মো. রিপন ফকির (৩৭)।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, ফাহিম নামের এক পুলিশের চাকরি প্রত্যাশির আত্মীয়দের কাছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিচয় দেন মেরাজুল ইসলাম ওরফে লায়ন মেরাজ। সেই সঙ্গে জামান খন্দকার ওরফে আলীমুজ্জামান নিজেকে পুলিশ সুপার পরিচয় দেন। নিজেদের আসল পরিচয় গোপন রেখে তারা চাকরি দেবে বলে ছয় লাখ টাকা দাবি করে এবং চাকরির আশায় ফাহিমের পরিবারও ছয় লাখ টাকা পরিশোধ করে। যখন ফলাফলের দিন সে উত্তীর্ণ হয়নি, তখন বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। পরে তারা কুমিল্লার মুরাদনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ সুপার আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত হ্যালো পার্টির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অফিসারদের নাম-পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। চাকরি প্রত্যাশীদের এমন প্রতারণার ফাঁদ থেকে দূরে থাকতে আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এসএম