ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার ধলাহার সীমান্ত এলাকা হতে ১৯৯ বোতল ফেনসিডিলসহ আমিনুল ইসলাম (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।  

আটক আমিনুল ইসলাম পাঁচবিবি উপজেলার বিরিঞ্চি গ্রামের আইয়ুব আলীর ছেলে।

শুক্রবার (৩ মার্চ) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার ধলাহার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা আমিনুল ইসলামকে আটক করা হয়েছে।

মেজর মোস্তফা জামান জানান, আমিনুল ইসলাম ধলাহার সীমান্ত এলাকায় মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের একটি বড় চালান আনতে যাচ্ছেন আমিনুল। আর রাতে বাসে করে ওই মাদক ঢাকায় মাদক কারবারিদের কাছে পৌঁছে দেওয়া হবে। এমন সংবাদে পেয়ে অভিযান চালিয়ে ধলাহার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় তাকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।