ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
নোয়াখালীতে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় সিএনজি অটোরিকশা চালক মো. আব্দুল হাকিমকে জবাই করে হত্যার ঘটনায় মো. কামাল ওরফে কামাল ডাকাত (৩৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৩ মার্চ) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (০২ মার্চ) সন্ধ্যায় উপজেলার আন্ডারচর ইউনিয়নের সিরাজের চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামাল উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কামাল ডাকাতকে গ্রেফতার করা হয়। ওই সময় তার দেওয়া তথ্য মতে একটি দেশিয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়া সিএনজি অটোরিকশার চালক হাকিম হত্যার ঘটনায় কামালকে গ্রেফতার করে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি দিনগত রাতে সিএনজি অটোরিকশার চালক মো. আব্দুল হাকিমকে (৩৫) দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে। এরপর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি সয়াবিন ক্ষেতে মরদেহ মাটিচাপা দেওয়া হয়।

পরে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে স্থানীয় কয়েকজন দিনমজুর সয়াবিন ক্ষেতে কাজ করার সময় সেখানে রক্ত দেখতে পেলে তাদের সন্দেহ হয়। রক্তের সূত্র ধরে তারা একটি গর্তের সন্ধান পান। এরপর তারা ওই গর্ত খুঁড়ে মানুষের পা দেখতে পেলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে ওই সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহত হাকিম উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মো. ইব্রাহীম রাজা মিয়ার ছেলে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।