ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণে আহতরা হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণে আহতরা হাসপাতালে

ঢাকা: সায়েন্সল্যাব মোড়ে ভবনে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে অনেকেই ঢাকা মেডিকেল হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় ও বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (৫ মার্চ) ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছে।

তিনি জানান, ঘটনার কিছুক্ষণ পরপরই একে একে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। সাতজন আহতের মধ্যে একজন নারী আছে বলে জানা গেছে।

এছাড়া বার্ন ইনস্টিটিউটেও পাঁচ জন দগ্ধ চিকিৎসা নিচ্ছে বলেও জানান তিনি।

রোববার সকাল ১০টা ৫০ মিনিটে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটি আংশিক বিধ্বস্ত হয়েছে।

এ ঘটনায় নিহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।

ভবনে অবস্থিত ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফ্লোরে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।