ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ: আহত ও দগ্ধ হলেন যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ: আহত ও দগ্ধ হলেন যারা

ঢাকা: সায়েন্সল্যাব মোড়ে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

একই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও আটজন।

দগ্ধরা হলেন- সৈয়দ আকবর (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা (২৫), জহুর আলী (৫২) ও হাফিজুর রহমান (৪৫)।

আহতরা হলেন- জাকির হোসেন (৩৫), মেহেদি হাসান (২৫), রাবেয়া খাতুন (১৭), কবির হোসেন (৩২), তাজ উদ্দিন (৪৫) নুর নবী (২৪) ও কামাল হোসেন (৪০)। একজনের পরিচয় পাওয়া যায়নি।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানান, এখানে পাঁচজনকে নিয়ে আসা হয়েছে। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা খুবই গুরুতর।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহতদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের সবারই মাথায় আঘাত আছে। দুইজনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।