ঢাকা: সায়েন্সল্যাব মোড়ে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিতে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও কাজ করছেন। ভবনটিতে বিস্ফোরণের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।
রোববার (৫ মার্চ) মহাপরিচালক জানান, বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে কাজ শুরু করেছেন। এখনো সেখানে তারা কাজ করে যাচ্ছেন।
বিস্ফোরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু জানান, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ভবনের তৃতীয় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে বোম ডিসপোজাল ইউনিটসহ ফায়ার সার্ভিসের লোকজন এখনো কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এজেডএস/এমএইচএস