ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইউএনও মনোয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
ইউএনও মনোয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

বাগেরহাট: জেলার ফকিরহাটে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানকে থাপ্পড় ও গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ইউএনও মো. মনোয়ার হোসেনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।

রোববার (০৫ মার্চ) বিকেলে তদন্ত কর্মকর্তা বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আরিফুল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের কাছে প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে তদন্ত কমিটি কী পেয়েছে বা অভিযোগের সত্যতা মিলেছে কিনা সে বিষয়ে কিছু বলেননি তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত করেছি। জেলা প্রশাসকের নিকট প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানানোর সুযোগ নেই।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, আমরা (বিভাগীয়) কমিশনার অফিস, জনপ্রশাসন ও মন্ত্রীপরিষদ বিভাগে তদন্ত প্রতিবেদন পাঠিয়ে দিয়েছি। ওখান থেকে আপনারা জেনে তিনি পারবেন।

তবে তদন্তে কী এসেছে তা বলতে না চাইলেও তিনি বলেন, আমরা নিরপেক্ষভাবে সম্পূর্ণ সত্যতার সঙ্গে তদন্ত করেছি। ঘটনায় যার যতটুকু সম্পৃক্ততা তাই উঠে এসেছে।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ইউএনও মো. মনোয়ার হোসেন ওই সাবেক জনপ্রতিনিধিকে ‘থাপ্পড়’ দেওয়ার কথা অস্বীকার করলেও তদন্তে থাপ্পড় দেওয়ার প্রমাণ মিলেছে।

উল্লেখ্য, গত বুধবার (১ মার্চ) বেলা ১১টার দিকে ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে ইউএনওর গাড়িতে ঘষা লাগার অভিযোগে মোটরসাইকেল আরোহী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়ে ওই চিত্র।

ঘটনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ মার্চ) ‘অভিযোগ তদন্তসংক্রান্ত’ চিঠি ইস্যু করে শুক্রবার (৩ মার্চ) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনসহ ওই সাবেক জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন: চড়-থাপ্পড় দেওয়া ইউএনও মনোয়ারের পুরোনো অভ্যাস

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।