ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পালাতে চাওয়া ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীরা, উল্টে দিল অটোরিকশা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
পালাতে চাওয়া ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীরা, উল্টে দিল অটোরিকশা

সিলেট: অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে চলা অভিযানস্থল থেকে পালাতে গিয়ে একটি মোটরসাইকেলকে চাপা ও সিএনজি অটোরিকশাকে উল্টে দিলো মিনি ট্রাক।

সোমবার (০৬ মার্চ) সকাল ১১টার দিকে কোতোয়ালি থানা সংলগ্ন পীর হবিবুর রহমান পাঠাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মোটরসাইকেলের দুই আরোহীকে ট্রাকের নীচ থেকে টেনে বের করেন স্থানীয়রা। আর ধাক্কা লেগে উল্টে যাওয়া সিএনজি অটেরিকশাটির দুই যাত্রীসহ চালকও ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন। তবে মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সিলেট সার্কিট হাউসের সামনে ট্রাকের অবৈধ পার্কিং তুলে দিতে রোববার (৬ মার্চ) দুপুরে অভিযান চালায় জেলা প্রশাসন। কিন্তু অভিযানের ঘণ্টাখানেক পর পুরোনো চিত্র পরিলক্ষিত হয়। ফলে সোমবার পুলিশের সহযোগীতায় ফের অভিযান চালানো হয়। সকাল ১১টার দিকে সার্কিট হাউসের সামনে অবৈধ পার্কিংস্থলে ছিল চালকবিহীন একটি মিনি পিকআপ (সিলেট-ন-১১-২০৬৬)। তখন অভিযানিক দলের হাত থেকে রক্ষায় হেলপার ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে নিতে চেষ্টা করলে খানিকটা দূর ঘটনাস্থলে রাস্তার ডানদিকে গিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয় এবং ধাক্কা লেগে একটি সিএনজি অটোরিকশা উল্টে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক গাড়ির নীচে চাপা পড়া মোটরসাইকেলের দুই আরোহী, সিএনজি অটোরিকশার দুইযাত্রীসহ চালককে উদ্ধার করেন। এসময় চালকের আসনে বসা হেলপারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। তবে হতাহত ও আটকদের নাম পাওয়া যায়নি।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযানিক দল দেখে হেলপার পিকআপটি চালিয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা ঘটায়। এসময় রাস্তার ডান দিকে গিয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। তবে যাত্রীরা আহত হলেও প্রাণে রক্ষা পেয়েছেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। মূলত; অভিযান চলাকালে চালকবিহীন পিকআপ ট্রাকটি নিয়ে হেলপার পালিয়ে যেতে চাইলে দুর্ঘটনা ঘটায়। তবে ভাগ্যক্রমে মোটরসাইকেল আরোহী ও সিএনজি অটোরিকশার যাত্রীরা রক্ষা পেয়েছেন। এরমধ্যে মোটরসাইকেলের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িসহ হেলপারকে আটক করা হয়েছে।    

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এনইউ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।