ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ৫৬০ কেজি জাটকাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
বরিশালে ৫৬০ কেজি জাটকাসহ আটক ২

বরিশাল: বরিশাল শহরতলীর তালতলীতে অভিযান চালিয়ে ৫৬০ কেজি জাটকাসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল।



তিনি জানান, কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজিএস বগুড়ার তালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫৬০ কেজি জাটকাসহ সোহেল (৩৫) ও চুন্নু গাজী (৪০) নামে দুই চালককে আটক করা হয়।

আটককৃতরা বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন রাঢ়ীমোহল গ্রামের বাসিন্দা। পরে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে আটক চালকদের মুচলেকা নিয়ে অটোরিকশাসহ ছেড়ে দেওয়া হয় এবং বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।