ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বাসচাপায় রিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
সিরাজগঞ্জে বাসচাপায় রিকশাচালক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসচাপায় শরিফ হোসেন (২৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটিকে ভাংচুর করে।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের শহরের মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিকশাচালক শরিফ হোসেন পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লার সেরাবত আলীর ছেলে।  

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, এসআই পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে কাটাওয়াপদা এলাকায় এলে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক শরিফ নিহত হন। বিক্ষুদ্ধ স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয়রা বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।