ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আ. লীগ নেতার স্ত্রীর মরদেহ ঝুলছিল কাঁঠাল গাছে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
গাজীপুরে আ. লীগ নেতার স্ত্রীর মরদেহ ঝুলছিল কাঁঠাল গাছে 

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার দোয়ানীচালা এলাকা থেকে আওয়ামী লীগ নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তিনি কালিয়াকৈর উপজেলার দোয়ানী চালা এলাকার মফিজ দেওয়ানের প্রথম স্ত্রী নাজমা বেগম (৪৫)। তিনি একই এলাকার আবুল বাশারের মেয়ে। মফিজ উদ্দিন দেওয়ান মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার দোয়ানী চালা এলাকায় বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস লাগানো নাজমা বেগমের মরদেহ ঝুলতে দেখতে পায় এলাকাবাসী। পরে থানা পুলিশের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। তবে নিহতের স্বজনদের দাবি নাজমা বেগমকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাঁঠাল গাছে ঝুলন্ত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩২৫, মার্চ ০৭, ২০২৩ 
আরএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।