ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় মো. ইব্রাহিম (৩৩) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরের দিকে জেলা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের কাশিমনগর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।  

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইব্রাহিমের কাছ থেকে অস্ত্র উদ্ধারের মামলাটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ সাজা দিয়েছেন।  

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ০৭ অক্টোবর সকালে রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদের (ইউপি) পেছনে থাকা আমেনা পোল্ট্রি ফার্মে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশ। সেখান থেকে ইব্রাহিমকে আটক করে তারা। সে সময় তার কাছে থাকা বাজারের ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক জব্দ করা হয়। ওইদিন ডিবি পুলিশের সে সময়ের উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় ইব্রাহিমকে আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ডিবি পুলিশের সে সময়ের আরেক এসআই টিপু সুলতান একই বছরের ৫ নভেম্বর আসামি ইব্রাহিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।