ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্দিক বাজারে বিস্ফোরণে দগ্ধ ৬ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
সিদ্দিক বাজারে বিস্ফোরণে দগ্ধ ৬ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ঢাকা: রাজধানীর সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন এই তথ্য নিশ্চিত করেন।

দগ্ধ ছয়জনের মধ্যে সবাই পুরুষ কোন নারী নেই।

তিনি জানান, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় বার্ন ইন্সটিটিউটে মোট সাতজন এসেছিলেন। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ছয় জনের শরীরে বার্ন থাকায় তাদের ভর্তি করা হয়েছে।

বিকেলে সিদ্দিক বাজারে বিস্ফোরণে রাত সাড়ে ৮টা পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩ 
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।