ঢাকা: মহিউদ্দিন সুমনকে কল করে রনি জানতে চান, সে কোথায়। উত্তরে সুমন বলেন, দোকানেই আছি।
বিস্ফোরণের পর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধুকে খুঁজতে আসেন ধ্বংস হয়ে যাওয়া ভবনের ব্যবসায়ী রনি। সেখানে জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কাঁদছিলেন তিনি।
রনি বলেন, বিশাল বিস্ফোরণ, চারিদিকে বিকট বিস্ফোরণে সব অন্ধকার হয়ে গেল। আমি ছেলেকে জড়িয়ে ধরলাম। দেখি আমার বন্ধুর দোকানসহ পাঁচটা দোকান ধসে গেছে। আমার বন্ধুটাও নেই। এক মিনিট আগে জিজ্ঞেস করলাম কই তুই।
তিনি বলেন, বন্ধুর সঙ্গে ছোট বোনের জামাই ছিল। তাদের কাউকে খুঁজে পাচ্ছি না। ঘটনাস্থল থেকে আমাদের ঢাকা মেডিকেলে খোঁজ নিতে বলা হয়।
রনি বলেন, সুমন তাসনিম এন্টারপ্রাইজের মালিক ছিল। বিস্ফোরণের পর অনেক খুঁজেছি। কল দিচ্ছি, রিং হচ্ছে, কিন্তু কেউ তা রিসিভ করছে না।
এ সময় পাশেই নিখোঁজ মহিউদ্দিন সুমনের স্বজনেরা কান্না করছিলেন।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের দ্রুত হাসপাতালে আনা হয়। শেষ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৯৫৩, মার্চ ৭, ২০২৩
এনবি/আরএইচ