ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতায় গণদোয়া-মোনাজাত করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্দিকবাজারে বিস্ফোরণস্থলের সামনে বংশাল ইমাম সমাজের আয়োজনে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
মোনাজাত শেষে ইমাম সমাজের সভাপতি আব্দুল আওয়াল বলেন, ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা যেন হেফাজতে থাকি। বিস্ফোরণে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
বুধবার বিকেলে বিস্ফোরণ ঘটা ভবনের বেজমেন্ট থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের একটি দল মরদেহগুলো উদ্ধার করে।
মঙ্গলবার বিকেলে গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এমএমআই/আরএইচ