ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় মোকসুদ আলম বিপ্লব (৩৫) নামে এক যুবলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ও তার সহযোগী নাজিম উদ্দিন নানাভাবে বিপ্লবকে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন।
বুধবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সুজাপুর এলাকার এক মাঝির বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিপ্লবের মামা আবুল হাসেম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।
নিহত বিপ্লব সোনাগাজীর সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের নুরুল আলম খোকা মিয়ার ছেলে ও সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
বিপ্লবের স্ত্রী আকলিমা আক্তার বলেন, রাজনৈতিক বিভাজনের কারণে আমার স্বামীকে মাদকের মামলায় আসামি করা হয়েছে। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ও তার সহযোগী নাজিম উদ্দিন নানাভাবে তাকে হুমকি- ধামকি দিয়ে আসছিলেন। তাদের ভয়ে জীবন বাঁচাতে তিনি আত্মগোপনে থাকতেন।
এদিকে স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে ফেসবুক লাইভে ও ভিডিও বার্তায় বিপ্লবকে বলতে শোনা গেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিক তাকে মাদকের মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। তিনিই মিথ্যা মামলা ও রফিকের অপকর্মের প্রতিবাদ করায় তাকে হত্যার পর লাশ গুম করার পরিকল্পনা করেছেন। তার যদি কোনো কারণে মৃত্যু হয় এজন্য রফিক দায়ী থাকবেন বলেও আওয়ামী লীগ ও প্রশাসনের কাছে প্রতিকার চান বিপ্লব।
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা রফিক বলেন, বিপ্লবের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। বিপ্লব আমার সমকক্ষও নয়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বাংলানিউজকে জানান, এ ঘটনায় বিপ্লবের স্বজনদের পক্ষ থেকে ইতোমধ্যে একটি অপমৃত্যুর অভিযোগ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এসএইচডি/আরআইএস