ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, কাউকে হেয় প্রতিপন্ন করা আমাদের কাজ না। খণ্ডিত তথ্য না দিয়ে পূর্ণাঙ্গ তথ্য দিলে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারব।
বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে দুদক কনফারেন্স রুমে র্যাকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সুনীতি’ নামে স্মরণিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, ভালো কাজ সবাই ভালোভাবে দেখে না। অনেকে ত্রুটি দেখে। স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে সমালোচনা করলে কিছু যায় আসে না। আমি আপনাদের সবসময় সহকর্মী মনে করি। আমাদের ও আপনাদের উদ্দেশ্য অভিন্ন।
তিনি আরও বলেন, সত্যের পরও সত্য থাকে, তথ্যের পরও তথ্য থাকে। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও একটু দেখে নেবেন, যেন কেউ হয়রানি না হয়। সত্যকে সত্য এবং সাদাকে সাদা বলতে হবে।
দুদকের আরেক কমিশনার মোজাম্মেল হক খান বলেন, এখানে ভাবনার খোরাক আছে। কাউকে হয়রানি নয় দেশের স্বার্থে লিখবেন। তাহলেই দেশ উপকৃত হবে।
দুদক কমিশনার জহুরুল হক বলেন, আপনারা ভালো সংবাদ করবেন এটাই স্বাভাবিক। নেগেটিভ বলবেন, তবে নেগেটিভ দিয়ে সমাজ প্রতিষ্ঠা হয় না। এজন্য পজিটিভ নিউজ করে সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক এবং দুদক সচিব মো. মাহবুব হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাকের সভাপতি আহম্মদ ফয়েজ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জেমসন মাহবুব।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এসএমএকে/এমএইচএস