ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত, আহত ২

ফরিদপুর: জেলার বোয়ালমারী উপজেলায় একটি মোটরসাইকেল আরেকটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পড়ে শামিম মোল্যা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় নারীসহ আহত হয়েছেন আরও এক ব্যক্তি।

 

বৃহস্পতিবার (০৯ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বারাংকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন, বোয়ালমারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কলারণ গ্রামের দুই বাসিন্দা শফিকুল ইসলাম (২২) ও সুমাইয়া (১৯)। আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শফিকুল ইসলাম ও সুমাইয়া একই মোটরসাইকেলে সহস্রাইল এলাকায় যাওয়ার পথে বারাংকুলা সবুজ বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে রাস্তার ওপরে পড়ে যায়। পড়ে যাওয়ার পর চালক শামিম মোল্যার মাথা ফেটে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।