ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘নির্বাচনে যেতে ১২ কোটি টাকার প্রস্তাব শেখ হাসিনার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
‘নির্বাচনে যেতে ১২ কোটি টাকার প্রস্তাব শেখ হাসিনার’ কথা বলছেন নুরুল হক নুর।

পটুয়াখালী: গত নির্বাচনে অংশ নিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে টেলিফোন করেছিলেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

এমনকি তাকে ১২ কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

ওষুধের কার্টনে করে টাকা নিয়ে আসা হয়েছিল। কিন্তু তিনি নিজের বিবেককে বিক্রি করে দেননি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী গণ অধিকার পরিষদ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘এই গণ আন্দোলন আমরা যখন শুরু করেছিলাম তখন অল্প কিছু ছাত্ররা শুরু করেছিলাম। সেটার জন্য আমরা হামলা মামলার শিকার হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮ বছর পর ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমি ভিপি নির্বাচিত হয়েছিলাম, কিন্তু নির্বাচিত হয়ে ২৫ বার হামলা ও মামলার শিকার হয়েছি।

ডাকসুর সাবেক ভিপি নুর তার বক্তব্যের শেষ দিকে দুই-একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন।

তিনি বলেন, পটুয়াখালীর মতো দেশের বিভিন্ন এলাকায় দুই-একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের উৎপাত শুরু হয়েছে। তারা বিভিন্ন জনকে হামলা ও হুমকি দিচ্ছে। সাংবাদিকদের হয়রানি করছে, ঢালাওভাবে আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছে। মামলা বাণিজ্য শুরু হয়েছে। আন্দোলন করল ছাত্র-জনতা আর এরা শুরু করেছে হামলা-মামলা, মিষ্টি খাওয়ার ব্যবসা। এদের যে মাথা গজিয়েছে, তা এখনই ভেঙে দিতে হবে।  

মতবিনিময় সভায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, জেলা সভাপতি নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ আলমসহ গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
সাংগঠনিক সময়ে গত তিন দিন ধরে নুর পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় সমাবেশ করছেন।  

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।