ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে গরু, মুরগি-ডিমের বাজারে অভিযান, ৫ দোকানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
ফেনীতে গরু, মুরগি-ডিমের বাজারে অভিযান, ৫ দোকানকে জরিমানা

ফেনী: ফেনীতে গরু, মুরগি ও ডিমের বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় ৫টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।



বৃহস্পতিবার (৯ মার্চ) সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ফেনীর সদর উপজেলা মহিপাল কাচা বাজার এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে পাকা ভাউচার না দেওয়া ও মূল্য তালিকা না রাখায় ৫টি দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং অতিরিক্ত মূল্যে গরুর মাংস, ডিম ও মুরগি বিক্রি না করতে ভবিষ্যতের জন্য সর্তক করা হয়েছে।

এ সময় মমিন মাংসের দোকানকে ১ হাজার টাকা, লিটন মাংসের দোকানের ১ হাজার টাকা, জয়নাল মুরগি বিতানের ১ হাজার টাকা, জসিম মুরগি বিতানের ৩ হাজার টাকা ও মিজান মুরগি দোকানের ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ফেনী মডেল থানা পুলিশ একটি টিম সহযোগিতা করে।

ফেনীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেন।  

তিনি জানান, জাতীয় স্বার্থ ও সাধারণ ক্রেতাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।