ঢাকা: ‘মুজিব মানে মুক্তি’ দেখে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অসাধারণ নাটকটি সারাদেশে ছড়িয়ে দিতে হবে। শুধু ঢাকা শহর নয়, সমগ্র বাংলাদেশকেই মঞ্চ বানিয়ে দিতে হবে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘মুজিব মানে মুক্তি’ মঞ্চনাটকটি দেখার পর প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী খালিদ বলেন, এই নাটকে যারা অভিনয় করেছেন, অভিনয়কে তারা যে ভালোবাসেন, সেটা মনে হয়েছে। উপস্থিত সবারই ভালো লেগেছে নাটকটি।
‘মুজিব মানে মুক্তি’ রচনা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকি।
এই নাটকে ব্রিটিশবিরোধী আন্দোলন, বাঙালীর সংস্কৃতি, ব্রিটিশদের কূটকৌশলে সাম্প্রদায়িক সংঘাতের ইতিহাস, ভাষা আন্দোলন, পাকিস্তানের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা আন্দোলন ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের হৃদয়বিদায়ক ঘটনা ফুটে উঠেছে।
উপস্থিত দর্শকেরা নাটকের প্রতিমুহূর্তে যেন ফিরে পাচ্ছিলেন তৎকালীন সময়ের ইতিহাসের ছোঁয়া।
উপস্থিত দর্শক আল হেলাল শুভ বলেন, অনেকদিন পরে এ ধরনের নাটক দেখলাম। অপূর্বভাবে ইতিহাসের বিভিন্ন বাঁক ফুটে উঠেছে। গান, কথামালা ও কবিতায় এই আয়োজন ছিল অসাধারণ।
এর আগে প্রতিমন্ত্রী শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে তৃতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার ২০২৩ উদ্বোধন করেন।
অধ্যাপক ড. ফেরদৌসি খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের সভাপতি ড. কামাল উদ্দিন শামীম।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
এনবি/আরএইচ