ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে জুস ফ্যাক্টরিতে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
না.গঞ্জে জুস ফ্যাক্টরিতে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় ওয়েলকাম স্টার ফুড অ্যান্ড বেভারেজ নামক জুস তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (০৯ মার্চ) এ অভিযান পরিচালিত হয়।

এ সময় কারখানা কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, অবৈধ প্রক্রিয়ায় জুস উৎপাদন, মিথ্যা বিজ্ঞাপন ব্যাবহার ও অনুমোদনহীন কেমিক্যাল মিশ্রণ করার অপরাধে ওয়েলকাম স্টার ফুড অ্যান্ড বেভারেজ জুস ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এ সময় ১৪ হাজার লিটার জুস ও ২০ কেজি কেমিক্যাল ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।