ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সালিশের মধ্যেই ফুফাতো ভাইকে কুপিয়ে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
সালিশের মধ্যেই ফুফাতো ভাইকে কুপিয়ে খুন

সুনামগঞ্জ: জমি সংক্রান্ত বিরোধের জেরে সুনামগঞ্জের দোয়ারা বাজারে মামাতো ভাইয়ের উপর্যুপরি দায়ের কোপে ফুফাতো ভাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলায় বাংলাবাজার ইউনিয়নের উপতিংয়েরগাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালিদ (৩৫) ওই গ্রামের বাসিন্দা ময়না মিয়ার ছেলে। ঘাতক সুমন মিয়াও (২৬) একই গ্রামের আব্দুন নুরের ছেলে। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, দোয়ারাবাজার উপজেলায় বাংলাবাজার ইউনিয়নের উপতিংয়েরগাও গ্রামের আব্দুল খালিদ ও সুমন মিয়ার মধ্যে দুই শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ নিয়ে বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টায় আব্দুল খালিদ ও সুমন মিয়া পারিবারিকভাবে বিচার সালিশে বসে। সালিশ বৈঠক চলাকালেই সুমন মিয়া উত্তেজিত হয়ে ঘরে থাকা দা (বটি) দিয়ে আব্দুল খালিদকে কোপাতে থাকেন। এতে আব্দুল খালিক গুরুতর আহত হন। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে দোয়ারবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

সেখানে আব্দুল খালিদের অবস্থার অবনতি হলে তাকে রাত ২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ শুক্রবার (১০ মার্চ) সকাল ৬টায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনায় জড়িত ৫ জনকে আটক করেছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (১০ মার্চ) সকাল ৬টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল খালিদের মৃত্যু হয়।  

তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে (১০ মার্চ) আটকদের থানায় নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।