ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না গৃহবধূর

গাইবান্ধা: বগুড়া থেকে চিকিৎসা শেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জের নিজ বাড়িতে ফেরা হলো না শাম্মী বেগম (২৪) নামের এক গৃহবধূর। পথে বাসের ধাক্কায় প্রাণ হারান তিনি।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলা পরিষদের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাম্মী বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাপাশিয়া গ্রামের সাজু মিয়ার মেয়ে এবং ওই গ্রামের স্বপ্নিল মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমান জানান, শারীরিক নানা জটিলতা নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি ছিলেন ওই নারী। সেখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে সন্ধ্যায় (৯ মার্চ) তিনি গোবিন্দগঞ্জে এসে পৌঁছান।  

পরে উপজেলা পরিষদের গেটের সামনে মহাসড়ক পার হওয়ার সময় বগুড়া থেকে রংপুরগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বাসটি আটক করা হয়েছে। গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।