ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

১০ বছরের শিশুর ‘আত্মহত্যা’!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
১০ বছরের শিশুর ‘আত্মহত্যা’!

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় খাদিজা আক্তার নামে ১০ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (১০ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টায় উপজেলা সদরের জয়নগর এলাকায় শিশুটির নানীর বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান।

মৃত খাদিজা আক্তার জয়নগর এলাকার আলতাব মিয়ার মেয়ে।

ওসি মাসুক আলী বলেন, টিনের ঘরে তীরের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় খাদিজার মরদেহ পাওয়া যায়। আজমিরীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে।

ময়না তদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলেও তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদিজার মা প্রায় পাঁচ বছর আগে মারা গেছেন। তার বাবা আজমিরীগঞ্জের পাশের উপজেলা বানিয়াচংয়ে থাকেন, কিন্তু মেয়ের সঙ্গে যোগাযোগ রাখেন না।

খাদিজা তার নানীর সঙ্গে তার ঘরে থাকতো। তবে নানী কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকায় খাদিজা ঘরে একা থাকতো।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।